বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসী মেধা ও সম্পদকে দেশের সমৃদ্ধিতে কাজে লাগানোর দৃঢ় প্রত্যয় নিয়ে আজ মঙ্গলবার রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাঙালিদের এযাবৎকালের সর্ববৃহৎ মিলনমেলা ‘এনআরবি’ গ্লোবাল কনভেনশন ২০২৫’। ‘এনআরবি ওয়ার্ল্ড’-এর উদ্যোগে আয়োজিত এই কনভেনশনে বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে আগত এক হাজারের বেশি বিশিষ্ট প্রবাসী অংশ নেন।

আজ সকাল ১১টায় কনভেনশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব এম. ডি. তৌহিদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন…

প্রবাসীরা কেবল রেমিট্যান্স যোদ্ধা নন, তারা বিদেশের মাটিতে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ পুনর্গঠনে সরকার সব ধরনের প্রশাসনিক ও নীতিগত সহায়তা দিতে বদ্ধপরিকর।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর প্রবাসীদের জন্য সুখবর দিয়ে বলেন…

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ৩৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন যে, প্রবাসীদের পাঠানো অর্থ দেশের ‘ব্যালেন্স অব পেমেন্ট’কে স্থিতিশীল করেছে এবং কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সকে ইতিবাচক ধারায় ফিরিয়ে এনেছে। তিনি নিজেকে ‘আধা-এনআরবি’ অভিহিত করে বলেন…

প্রবাসীদের সঞ্চয় যদি অফশোর ব্যাংকিং বা বন্ডের মাধ্যমে দেশে আসে, তবে তা অর্থনীতির চেহারা বদলে দিতে পারে।

কনভেনশনে বিশ্বের প্রভাবশালী বিভিন্ন বাণিজ্যিক চেম্বারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে ছিল, আমেরিকা-বাংলাদেশ চেম্বার ও কানাডা-বাংলাদেশ চেম্বার, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার ও ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্টস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সিঙ্গাপুর, জাপান, কোরিয়া ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার। ঢাকা ও দুবাইয়ের ব্যবসায়িক কাউন্সিল।

সন্ধ্যায় আয়োজিত সমাপ্তি অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। তিনি প্রবাসীদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতা নিরসনের আশ্বাস দেন। দিনব্যাপী এই আয়োজনে স্বাস্থ্য, আইটি এবং শিক্ষা খাতের ওপর বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সফল প্রবাসীদের ‘এনআরবি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

আয়োজক সংস্থা ‘এনআরবি ওয়ার্ল্ড’-এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম বলেন…

আমাদের লক্ষ্য হলো প্রবাসীদের সঙ্গে দেশের একটি দ্বিমুখী কার্যকর সেতুবন্ধন তৈরি করা। প্রবাসীরা যেন কেবল আবেগ থেকে নয়, বরং লাভজনক ও নিরাপদ বিনিয়োগের পরিবেশ পেয়ে দেশে এগিয়ে আসেন, সেই লক্ষ্যেই এই আয়োজন।

এই কনভেনশনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মেধা ও দক্ষতা ব্যবহারের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version