বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে ফ্যামিলি ভিসার অনুমতির ক্ষেত্রে দীর্ঘদিনের জটিলতা ও অকারণে আবেদন আটকে থাকার অভিযোগের অবসান ঘটাল দেশটির সরকার। একটি অধ্যাদেশ জারির মাধ্যমে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র (নুল্লা ওস্তা) ইস্যু করার জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন থেকে সর্বোচ্চ ১৫০ দিনের মধ্যে তা ইস্যু করা বাধ্যতামূলক।

দীর্ঘদিন ধরে ইতালী প্রবাসীরা, বিশেষ করে বাংলাদেশিরা, তাদের পরিবারের সদস্যদের সময়মতো আনতে পারছিলেন না। ফ্যামিলি ভিসার আবেদনপত্র দিনের পর দিন আটকে থাকার কারণেই এই জটিলতা সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নিয়ে নানা সমালোচনার পর অবশেষে ইতালি সরকার বিষয়টির ওপর নজর দিল।

নতুন সরকারি অধ্যাদেশে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র (নুল্লা ওস্তা) ১৫০ দিনের মধ্যে ইস্যু করার বিধান বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া, আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইতালি বৈধভাবে যাওয়া অভিবাসীদের জন্য বড় সুযোগ তৈরি করেছে। কোনো অভিবাসী ইতালিতে এসে প্রতারণার শিকার হয়েছেন মর্মে প্রমাণ করতে সক্ষম হলে, তিনি এক বছর অবস্থানের অনুমতি পেতে পারেন। স্পন্সর ভিসায় আসা প্রবাসীরাও এই সুবিধা পাবেন।

ইতালি সরকারের এই পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা এটিকে স্বাগত জানিয়েছেন এবং মনে করছেন, এর ফলে প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।

ইতোমধ্যে বহু সংখ্যক বাংলাদেশি বৈধ ভিসায় ইতালিতে গিয়ে অবৈধভাবে বসবাস করছেন। সরকারের এই নতুন বিধানে, এমন প্রবাসীরাও যদি প্রতারণার শিকার হওয়ার প্রমাণ দিতে পারেন, তবে তাঁরা সর্বোচ্চ এক বছরের জন্য বৈধভাবে অবস্থানের অনুমতি পেতে পারেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version