বড়দিন ও নতুন বছর ঘিরে ছুটির মৌসুমে পর্তুগালের সড়কে ৬ হাজারেরও বেশি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা রেকর্ড করেছে দেশটির জাতীয় রিপাবলিকান গার্ড (জিএনআর)। চলমান বিশেষ সড়ক নিরাপত্তা অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।
জিএনআর জানিয়েছে, রেকর্ড করা অপরাধগুলোর মধ্যে নির্ধারিত গতিসীমা অতিক্রম ছিল সবচেয়ে বেশি। এ ছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, যানবাহনের কারিগরি ত্রুটি, বৈধ বিমা ছাড়া গাড়ি চলাচল এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির ঘটনাও উল্লেখযোগ্য সংখ্যায় পাওয়া গেছে।
জিএনআর–এর এক কর্মকর্তা বলেন…
দুর্ঘটনাপ্রবণ ও ব্যস্ত সড়কগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
পর্তুগালে ছুটির মৌসুম থাকে বড়দিন (২৫ ডিসেম্বর) ও নতুন বছর (১ জানুয়ারি) উপলক্ষে। এ সময় অনেক প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে এবং মানুষ পরিবার নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। ফলে সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়, যা দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ছুটির পুরো সময়জুড়েই সড়কে নজরদারি অব্যাহত থাকবে এবং ট্রাফিক আইন মেনে চলতে চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
