প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটপ্রক্ৰিয়া আরও সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় নির্বাচনের আগে চালু করতে যাচ্ছে “পোস্টাল ভোট বিডি” (Postal Vote BD) নামে একটি মোবাইল অ্যাপ। এই উদ্যোগের ফলে পৃথিবীর বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশী ভোটাররা ডাকযোগে বা হাইব্রিডভাবে ভোট দিতে পারবেন।
এই সিস্টেম হবে হাইব্রিড, প্রথমে ভোটারদের কনসাল্টিং হিসাবে ছাপানো ব্যালট পাঠানো হবে, এরপর অ্যাপে যাচাই ও চিহ্নিতকরণ করার পর ভোট ফেরা যাবে। এক ভোট প্রক্রিয়ায় খরচ হবে আনুমানিক ৭০০ টাকা, যাতে ভোটারদের কোনো শুল্ক দিতে হবে না। প্রবাসীদের নিবন্ধনের জন্য ইতিমধ্যে ১১টি দেশে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
বর্তমানে প্রবাসী ভোটারদের সংখ্যা প্রায় ১৫ মিলিয়ন। তারা দেশের মোট ভোটারদের দুই অঙ্কের একাংশ। আগে যদিও প্রবাসীদের ভোটাধিকার আইনগতভাবে থাকলেও, ব্যবহারিক কোন ব্যবস্থা ছিল না। এখন প্রথমবার ভোট দেয়ার এই সুষ্ঠু পদ্ধতি আনা হচ্ছে।
তবে এ পদ্ধতি কার্যকরভাবে চালাতে হলে সঠিক ঠিকানা, সময়মতো ব্যালট ফেরত পাঠানো, এবং ভোটার গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিশ্লেষকরা বলছেন, প্রচার ও সচেতনতা বাড়াতে হবে যাতে প্রবাসীরা সময়মতো নিবন্ধন করতে পারেন।
ভোটাধিকার প্রয়োগের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার ৫টি ধাপ হলো, প্রথমে প্রবাসী ভোটারের নিয়ন্ত্রণাধীন মোবাইলে “পোস্টাল ভোট বিডি” (Postal Vote BD) অ্যাপটি রেজিস্টার করে নিতে হবে।
এরপর অ্যাপের মাধ্যমে ভোটারের ঠিকানা যাচাই ও ভোটকেন্দ্র নির্বাচন করে নিতে হবে। ভোটপত্র পাঠানো হলে চেক করে নিতে হবে ঠিকানা সঠিক আছে কি না। চিহ্নিত মার্ক দিয়ে ভোট দেওয়ার পর, সীল ও রিটার্ন প্যাকেজ সময়মতো পোস্ট করতে হবে।
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকর করার এই উদ্যোগ দেশের গণতান্ত্রিক ঐতিহ্যে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। তাইতো প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য দূরত্ব এখন আর কোনো বাধা নয়, আর এখন সময় এসেছে, মাতৃভূমিতে না থাকলেও ভোট গণনায় নিজের অংশ আছে, একথা বলার।
