রবিবার, ১০ই আগস্ট, ২০২৫   |   ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপের বাহির থেকে দক্ষ অভিবাসন আকর্ষণে ই ইউ ব্লু কার্ড যা স্কিল মাইগ্রেশান হিসেবে সুপরিচিত অনেকটা সহজ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ফলে এখন আগের চেয়ে সহজ শর্ত পূরণ সাপেক্ষে ইউনিয়ন ভুক্ত দেশে কাজ, ব্যবসা বানিজ্য ও বসবাসের সুযোগ পাবেন। তাছাড়া নতুন নিয়মে সুবিধাভোগী এবং তাদের পরিবার অনেক বেশি সুযোগ সুবিধা পাবে।

ইউরোপীয় পার্লামেন্ট ইতিমধ্যে নতুন নিয়মে ব্লু কার্ড প্রদানের অনুমোদন দিয়েছে যা প্রকৃয়াটিকে অনেক সহজ করেছে। ফলে এখন থেকে ইউরোপের বাহির থেকে আরো বেশী দক্ষ জনশক্তি বা অভিবাসী ইউরোপে কাজ করার সুযোগ পাবে। এই উদ্যোগটি ইউনিয়ন ভুক্ত দেশ সমূহে গুরুত্বপূর্ণ খাতে শ্রমিক সংকট নিরসনে ভূমিকা রাখবে।

দশ বছর আগে চালু হওয়া এই প্রকৃয়ার মাধ্যমে নিয়োগকর্তারা তাদের প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী নিয়োগ দিতে পারতো ইউরোপীয় ইউনিয়নের বাহির থেকে। বেশ কিছু খাতে নিদিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে যেকেউ ইউনিয়ন ভুক্ত দেশে প্রবেশ, কাজ ও বসবাসের অনুমতি পেত।

কিন্তু এই প্রকৃয়া প্রয়োজনীয় বা অধিক মানুষকে আকর্ষন করতে ব্যর্থ হয়েছে। ইউরোপীয় ইউনিউনের তথ্য মতে ২০১৯ সালে ৩৭ হাজারের কম ব্লু কার্ড ইসু করা হয়েছে যার বেশীরভাগই জার্মানি থেকে। তথ্য মতে সেই বছর জার্মানী ২৮ হাজার ৮শ আটান্ন, পোল্যান্ড ২ হাজার ১শ চার, ফ্রান্স ২ হাজার ছত্রিশ, লুক্সেমবার্গ ৬শ সাতাত্তর, চেক রিপাবলিক ৫শ সত্তর, ইটালি ৪শ আঠারো এবং অস্ট্রিয়া ৩শ ছত্রিশ টির অনুমোদন দিয়েছিল।

এবছরের মে মাসে ই ইউ সর্ব সম্মতিক্রমে একমত হয় শর্ত শিথিলের যা ৫ বছর আগে প্রস্তাব করা হয়েছিল।

গুরুত্বপূর্ণ পরিবর্তন সমূহঃ

  • ভবিষ্যতে ই ইউ ব্লু কার্ড আবেদনে মাত্র ৬ মাসের চাকরির চুক্তি বা প্রস্তাব পেতে হবে যা এখন ১ বছরের রয়েছে।
  • পূর্ব শর্ত হিসেবে আবেদনকারীদের উচ্চ শিক্ষা এবং পেশাগত দক্ষতার প্রমান দাখিল করতে হবে। তবে কিছু ক্ষেত্রে যেমন তথ্য ও প্রযুক্তি খাতে সংশ্লিষ্ট কাজের বাস্তবিক অভিজ্ঞতা এখন থেকে গ্রহনযোগ্য হিসেবে বিবেচিত হবে।
  • নূন্যতম বেতনের শর্ত ও শিথিল করা হয়েছে। আগে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশের বাৎসরিক গড় মোট বেতনের দেড় গুন বেশী বেতনের চাকরির প্রস্তাব পেতে হত। যেমন ২০২০ সালে জার্মানীতে কমপক্ষে ৫৫ হাজার ২শ ইউরো এবং যেসকল খাতে শ্রমিক সংকট রয়েছে সেখানে ৪৩ হাজার ৫৬ ইউরো বেতনের চাকরির প্রস্তাব থাকতে হত তা এখন বাৎসরিক গড় মোট বেতনের সমান হলে হবে।
  • শরনার্থীরা ও এখন এই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন অন্য যেকোন ই ইউ রাষ্ট্রে যেখান থেকে তাদের আশ্রয় দেওয়া হয়েছে সে দেশ ছাড়।
  • ই ইউ ব্লু কার্ডধারীরা ১২ মাস পরে ইউরোপীয় ইউনিউনের অন্য যেকোন দেশে বসবাস এবং কাজ করতে পারবে।
  • পারিবারিক পূর্ণ মিলন কম সময়ে সম্পুর্ন হবে এবং পরিবারের সদস্যরা ও কাজ করতে পারবে।

ইউনিয়ন ভুক্ত দেশ সমূহ এই নিয়ম তাদের সংসদে অনুমোদন করতে হবে এবং তার জন্য দুই বছর সময় পাবে। পাশাপাশি সদস্য দেশ সমূহ তাদের নিজস্ব নিয়মকানুন ও সংযোজন করতে পারে।

জার্মানি সহ অনেক দেশ মারাত্মক দক্ষ কর্মীর ঘাটতিতে পড়েছে। বিশেষ করে করোনা পরিস্থিতির ফলে সামগ্রিক অভিবাসন বাধাগ্রস্ত হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তাছাড়া ইউরোপ ব্যাপী বয়ষ্ক মানুষ বেড়ে যাওয়া ও এর অন্যতম কারন।

মরেনো সেনসেছ ইউরোপীয় পার্লামেন্টের সোসালিষ্ট এবং ডেমোক্রেটিক দলের একজন সদস্য তিনি বলেন, আমাদের ইউরোপে বৈধ অভিবাসনের জন্য প্রয়োজনীয় সবকিছু করতে হবে। দক্ষ কর্মীদের বেশী করে সুযোগ সুবিধা দিতে হবে যেন তারা মহাদেশটির উন্নয়নে কাজ করতে পারে।

তাছাড়া তিনি আরো উল্লেখ করেন, অদূর ভবিষ্যতে সল্প দক্ষ কর্মী এবং শ্রমিকদের জন্যও ইউরোপে কাজের সুযোগ তৈরি করতে হবে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version