বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১টায় কার্ডিফের বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় ৭১’র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ্ সভাপতি, কমিউনিটি সংগঠক শেখ মোহাম্মদ আনোয়ার ট্রেজারার এবং বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া আগামী দুই বছরের জন্য ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছেন, আলহাজ্ব মোহাম্মদ কেরামত আলী, শফিক মিয়া, মোহাম্মদ আসকর আলী, নজির উদ্দিন, মাহমুদ মিয়া চৌধুরী, মাহমুদ হোসেইন ও রকিবুর রহমান। সভায় সংগঠনের আর্থিক ও বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা ও সমাজসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে কার্ডিফ কমিউনিটির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা ঐক্যের বন্ধনে মানবতার সেবায় আরও বেশি অবদান রাখতে চাই। এ পথে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

সভা শেষে উপস্থিত সদস্য ও অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version