ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গৃহস্থালির গ্যাসের দামে স্বস্তি ফিরেছে। ২০২৫ সালের প্রথম ছয় মাসে গ্যাসের দাম কমেছে গড় ৮.১ শতাংশ। ১০০ কিলোওয়াট ঘণ্টা গ্যাসের জন্য এখন খরচ হচ্ছে ১১.৪৩ ইউরো, যা আগের ছয় মাসে ছিল ১২.৪৪ ইউরো। এই তথ্য দিয়েছে ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট।
এক বছরে বেড়েছে, করের বোঝাও বেড়েছে
যদিও গত ছয় মাসের তুলনায় দাম কমেছে, তবে এক বছরের হিসেবে অর্থাৎ ২০২৪ সালের প্রথম ছয় মাসের সঙ্গে তুলনা করলে গড় দাম উল্টো ৩.৫ শতাংশ বেড়েছে। তখন গ্যাসের দাম ছিল প্রতি ১০০ কিলোওয়াট ঘণ্টায় ১১.০৪ ইউরো।
সবচেয়ে বড় কথা, রাজ্যগুলোর দেওয়া করছাড় ও ভর্তুকি ধীরে ধীরে কমানোয় গ্যাসের দামে কর বেড়েছে। আগের ৩০ শতাংশ থেকে তা বেড়ে হয়েছে ৩১.১ শতাংশ। ইউরোস্ট্যাট বলছে, কর বাড়ানোর কারণেই দামে বড় ধরনের হ্রাস দেখা যাচ্ছে না।
বিদ্যুতের দাম স্থিতিশীল, শীর্ষে সুইডেন
- গ্যাসের উচ্চ দাম: দেশভিত্তিক হিসাব অনুযায়ী (ক্রয়ক্ষমতা সমমান বা PPS-এর ভিত্তিতে), ইইউতে গৃহস্থালির জন্য সবচেয়ে বেশি গ্যাসের দাম সুইডেনে (১৭.৫৫ PPS), এরপর পর্তুগাল (১৫.৩৪ PPS) ও নেদারল্যান্ডসে (১৩.৮০ PPS)।
- বিদ্যুৎ: গ্যাসের দামের উল্টো, বিদ্যুতের দাম মোটামুটি স্থিতিশীবল রয়েছে। ২০২৫ সালের প্রথম ছয় মাসে প্রতি ১০০ কিলোওয়াট ঘণ্টায় গড় দাম ২৮.৭২ ইউরো। আগের ছয় মাসের ২৮.৮৭ ইউরোর তুলনায় তা মাত্র ০.৫ শতাংশ কম।
- বিদ্যুতের কর: বিদ্যুতের ক্ষেত্রেও কর ও মূল্য বেড়েছে; ২৪.৭ শতাংশ থেকে তা বেড়ে হয়েছে ২৭.৬ শতাংশ। ফলে, করছাড়ের আগের দাম কমলেও শেষ দামে তার পুরোপুরি সুবিধা গ্রাহকরা পাচ্ছেন না।
এইসব তথ্য ও উপাত্ত বলছে, ইউরোপে গ্যাসের দাম সাময়িকভাবে কমলেও, তা দীর্ঘমেয়াদি সংকটের আগে ওঠানামার দিকেই ইঙ্গিত করছে। তবে কর ও ফি বাড়িয়ে নেওয়ায় এবং দেশগুলোর মধ্যে বৈষম্য থাকায় গ্রাহকের পকেটে সহসা বড় কোনো স্বস্তি ফিরছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
