ইউরোপের দেশ পর্তুগাল বিদেশি নাগরিকদের জন্য নতুন এক ধরনের ভিসা চালু করতে যাচ্ছে। ‘স্কিল্ড ওয়ার্ক সিকিং ভিসা’ (Skilled Work Seeking Visa) নামে এই নতুন কর্মসংস্থান ভিসাটি আগের ‘ওয়ার্ক সিকিং ভিসা’ বা চাকরি অনুসন্ধান ভিসার পরিবর্তে চালু হবে। মূলত দক্ষ বিদেশি কর্মীদের পর্তুগালে কাজের সুযোগ করে দিতেই এই পরিবর্তন আনা হয়েছে।
দ্য পর্তুগাল নিউজের একটি প্রতিবেদনের বরাতে ইকোনমিক টাইমস জানিয়েছে, এই নতুন ভিসা চালুর উদ্যোগটি পর্তুগালে কাজের সুযোগ পেতে আগ্রহী দক্ষ বিদেশিদের জন্য একটি বড় সম্ভাবনা তৈরি করবে।
পুরোনো ভিসা বাতিল, নতুন নিয়মের অপেক্ষা
পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গত ২৩ অক্টোবর থেকে পুরনো ওয়ার্ক সিকিং ভিসার সব ধরনের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হচ্ছে। ফলে এখন থেকে দেশটির কনস্যুলার অফিসগুলো, ভিএফএস গ্লোবাল (VFS Global) এবং বিএলএস ইন্টারন্যাশনাল (BLS International)-এর মতো ভিসা আবেদন কেন্দ্রগুলো পুরোনো ক্যাটাগরির কোনো আবেদন গ্রহণ করবে না।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন ‘স্কিল্ড ওয়ার্ক ভিসা’ চালুর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে ভিসাটি কার্যকর হবে বিদেশি কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইন অনুযায়ী বিধি-নিষেধ ও নিয়মাবলি চূড়ান্ত হওয়ার পর।
দক্ষদের অগ্রাধিকার দেয়া হবে
দ্য পর্তুগাল নিউজ আরও জানিয়েছে, নতুন এই নীতিগত পরিবর্তনটি ২২ অক্টোবর ২০২৫ তারিখে পর্তুগালের সরকারি গেজেটে প্রকাশিত নতুন আইন ৬১/২০২৫ (Law No. 61/2025) অনুযায়ী কার্যকর হচ্ছে। এই আইন পর্তুগালে বিদেশি নাগরিকদের প্রবেশ, অবস্থান, প্রস্থান এবং অপসারণ সংক্রান্ত পুরোনো আইনকেও সংশোধন করেছে।
নতুন ব্যবস্থায় পেশাগত যোগ্যতা ও বিশেষ দক্ষতাসম্পন্ন আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে দেশটির সরকার। এই পরিবর্তন দেশটির শ্রম বাজারের চাহিদা পূরণের লক্ষ্যেই আনা হয়েছে। তবে, নতুন ভিসার জন্য আবেদন শুরুর তারিখ ও যোগ্যতার মানদণ্ডসংক্রান্ত বিস্তারিত তথ্য পর্তুগাল সরকারের পরবর্তী নির্দেশনার মাধ্যমে জানানো হবে। এর আগ পর্যন্ত পর্তুগালের সব কনস্যুলেট ও অংশীদার প্রতিষ্ঠান বর্তমানে ওয়ার্ক সিকিং ভিসাসংক্রান্ত সেবা স্থগিত রেখেছে।
অনেক অভিবাসন আইনজীবী এবং বিশেষজ্ঞরা মনে করছেন, এই কঠোর নীতি বিশেষ করে আতিথেয়তা, কৃষি ও নির্মাণ খাতের মতো শিল্পে শ্রমিকের ঘাটতি তৈরি করতে পারে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই পরিবর্তন অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা আনবে এবং দক্ষ জনশক্তিকে আকর্ষণ করবে। এই নতুন ভিসার মাধ্যমে শুধুমাত্র নির্বাচিত দক্ষ কর্মীরা পর্তুগালে প্রবেশ করে চাকরি খুঁজে নেওয়ার সুযোগ পাবেন।
