রবিবার, ১০ই আগস্ট, ২০২৫   |   ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে এক বন্দুকধারীর গুলিবর্ষণে হামলাকারীসহ পাঁচজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বাংলাদেশি বংশোদ্ভূত অফিসার দিদারুল ইসলাম (৩৬)।

স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেন তামুরা (২৭) নামের এক যুবক পার্ক এ্যাভেনিউর করপোরেট ভবনে এ হামলা চালান। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান…

তামুরা লাস ভেগাস থেকে নিউইয়র্কে আসার এক ঘণ্টার মধ্যেই কর্পোরেট ভবনে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। পরে তিনি নিজেই গুলি করে আত্মহত্যা করেন।

জেসিকা টিশ, এনওয়াইপিডি কমিশনার

প্রাথমিক তদন্তে তামুরার মানসিক অসুস্থতার প্রমাণ মিলেছে। পুলিশ অফিসার দিদারুল ইসলাম সাহসিকতার সঙ্গে তামুরাকে প্রতিহত করতে গিয়ে নিহত হন।

ফেডারেল তদন্তকারীদের মতে, তামুরার হামলার কারণ এখনো অস্পষ্ট। এফবিআইয়ের তথ্য অনুযায়ী, তার কোনো অপরাধের রেকর্ড বা সন্ত্রাসী সংযোগ পাওয়া যায়নি।

এনওয়াইপিডি ইন্সপেক্টর খন্দকার আবদুল্লাহ জানান, দিদারুল ইসলাম প্রায় চার বছর ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। তিনি ব্রঙ্কসের পার্চেস্টার এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তাঁর কর্মস্থল ছিল ব্রঙ্কসের ৪৭তম প্রিসিনক্ট। দিদারুলের মরদেহ সোমবার মধ্যরাতে হাসপাতাল থেকে গ্রহণ করা হয়। তাঁর নামাযে জানাজা বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে।

দিদারুলের পরিবারিক সূত্রে জানা গেছে, তাঁর পৈতৃক বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। সন্তানের আকস্মিক মৃত্যুর খবর শুনে দিদারুলের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই হামলায় নিউইয়র্ক পুলিশ ও স্থানীয় প্রশাসন তদন্ত ত্বরান্বিত করেছে। ঘটনায় শোক প্রকাশ করে এনওয়াইপিডি দিদারুলের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version