পর্তুগালের লিসবনের রোমা এলাকায় গতকাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো উইন্টার ফেস্টিভ্যাল ও পিঠা উৎসব। সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসব। অনুষ্ঠানটি আয়োজন করে পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন। লিটন টার্কিশ গ্রিলে হওয়া এই উৎসবে প্রবাসী বাংলাদেশিদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবার মেলায় প্রায় ৪০টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে ছিলেন বিভিন্ন পেশার বাংলাদেশি উদ্যোক্তারা। বাহারি বাঙালি খাবার, ঐতিহ্যবাহী পিঠা, দেশীয় পোশাকসহ নানা আকর্ষণীয় পণ্যে সাজানো ছিল পুরো মেলা প্রাঙ্গণ। শিশু থেকে শুরু করে প্রবীণ, সব বয়সী মানুষই অংশ নেন এই উৎসবে। দিনভর কেনাকাটা, আড্ডা আর খাবারের পাশাপাশি মেলা প্রাণবন্ত হয়ে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে। বাংলাদেশি শিল্পীদের গান পরিবেশনা উৎসবে এনে দেয় ভিন্ন এক মাত্রা।
পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি রানা তাসলিম উদ্দিন নোটিসিয়াস বাংলাকে বলেন, “প্রতিবারের মতো এবারও নারী-পুরুষ, দলমত নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। প্রবাসে থেকেও আমরা যেন নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য।”
সংগঠনের সেক্রেটারি হাবিবুর রহমান বলেন, “প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বসিত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা চাই, বিদেশে থাকলেও নিজেদের সংস্কৃতি যেন আমরা সবার মধ্যে ধরে রাখতে পারি।”
প্রবাসে বাঙালির মিলনমেলা হিসেবে এই উৎসব এখন পর্তুগিজ-বাংলাদেশি সম্প্রদায়ের অন্যতম একটি বড় সাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে।
