বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী বছরে পর্তুগালে বাড়ি ভাড়া আরও ২ দশমিক ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। শুক্রবার প্রকাশিত আগস্ট মাসের প্রাথমিক মুদ্রাস্ফীতি হিসাব থেকে এমন তথ্য জানিয়েছে পর্তুগালের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (আইএনই)।

আইএনই জানায়, গত এক বছরে (আগস্ট পর্যন্ত) বাসস্থান বাদে গড় মূল্যসূচক পরিবর্তন হয়েছে ২ দশমিক ২৫ শতাংশ। এই হারই আগামী বছরের ভাড়া সমন্বয়ের জন্য প্রাথমিক ভিত্তি হিসেবে ধরা হয়েছে ‘নিউ আরবান লিজ রেজিম’ (এনআরএইউ) অনুযায়ী।

তবে চূড়ান্ত হার জানা যাবে আগামী ১০ সেপ্টেম্বর, যখন আইএনই আগস্ট ২০২৫-এর ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) বিস্তারিত তথ্য প্রকাশ করবে। পরে ৩০ অক্টোবরের মধ্যে সরকারি গেজেটে তা প্রকাশ করা হবে।

গেজেটে প্রকাশের পরই বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের নোটিশ দিতে পারবেন। নোটিশ দেওয়ার পর ন্যূনতম ৩০ দিন পার হলে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে।

২০২৬ সালের সম্ভাব্য এই ভাড়া বৃদ্ধি চলতি বছরের হারের (২ দশমিক ১৬ শতাংশ) চেয়ে কিছুটা বেশি। নতুন হার কার্যকর হবে শহর ও গ্রাম—উভয় ধরনের ভাড়ার ক্ষেত্রেই।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version