বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে উদ্যোক্তা ও বিনিয়োগ সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত এক বছরে দেশীয় উদ্যোক্তাদের নতুন নতুন উদ্যোগ, স্টার্টআপ, উৎপাদন ও সেবা খাতসহ সকল ক্ষেত্রেই দেখা গেছে বিদেশী বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহ। একই সময়ে বিদেশী বিনিয়োগকারীদের মধ্যেও বাংলাদেশে স্থানীয় সহযোগী নিয়ে যৌথ উদ্যোগ বা অংশীদারিত্বমূলক সহযোগিতা গড়ে তোলার প্রবণতা দ্রুত বাড়ছে।

সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চালু করেছে দেশের প্রথম “বিটুবি ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল”, যেখানে ডিজিটাল ও স্বচ্ছভাবে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সংযোগ ঘটানো হবে। উদ্যোক্তারা তাদের প্রকল্প তুলে ধরতে পারবেন আর বিনিয়োগকারীরা সহজে এসব প্রকল্প দেখে অংশীদারিত্ব বা বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন। নতুন বিনিয়োগ সুযোগ তৈরিতে এবং দেশি-বিদেশি সহযোগিতা বাড়াতে এই প্ল্যাটফর্মটি এখনই নিবন্ধনের জন্য উন্মুক্ত।

প্ল্যাটফর্মটিতে নিবন্ধনের জন্য ভিজিটকরুন: www.investbangladesh.gov.bd

গত এক বছরে বহু দেশী উদ্যোক্তা বিদ্যমান বা নতুন ব্যবসায় বিদেশী বিনিয়োগ আনার লক্ষ্যে সরকারের কাছে অংশীদারিত্বমূলক সহায়তা চান। অন্যদিকে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা নিয়মিতই বাংলাদেশে নির্ভরযোগ্য স্থানীয় অংশীদার, সহযোগী প্রতিষ্ঠাতা বা যৌথ উদ্যোগের সহযোগী খুঁজে নিতে যোগাযোগ করছেন।

উভয় পক্ষের এই চাহিদার কারণে এটা স্পষ্ট যে, বর্তমানে বাংলাদেশে একটি আনুষ্ঠানিক সহযোগী খোঁজার প্ল্যাটফর্ম প্রয়োজনীয়তা রয়েছে। আর এই চাহিদার প্রতিফলন হিসেবেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা চালু করেছ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত একটি সহযোগী খোঁজার প্ল্যাটফর্ম।

 এটি একটি ডিজিটাল সংযোগ কেন্দ্র, যেখানে দেশীয় উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক প্রোফাইল তৈরি করে বিদেশী বিনিয়োগকারী খুঁজে নিতে পারবেন। একইসাথে বিদেশী বিনিয়োগকারীরাও সেক্টর-ভিত্তিক বাংলাদেশের সম্ভাবনাময় উদ্যোগগুলো খুঁজে পাবেন। এছাড়া উভয় পক্ষই একে অপরের প্রয়োজন, লক্ষ্য, বিনিয়োগ কাঠামো ও সম্ভাবনা মূল্যায়ন করে অংশিদারিত্ব গড়তে পারবেন।

বাংলাদেশে বর্তমানে বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে কারণ, বর্তমানে বাংলাদেশ একটি দ্রুত উন্নয়নশীল বাজার তৈরি করতে সক্ষম হয়েছে। তরুণ ও দক্ষ কর্মশক্তি, উৎপাদন, প্রযুক্তি, কৃষি, ই-কমার্স, রিয়েল এস্টেটসহ অনেক খাতে উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনার পাশাপাশি সরকারি প্রণোদনা ও তুলনামূলক কম পরিচালনাগত খরচে রপ্তানি সম্ভাবনায় নতুন দিগন্ত উন্মোচন হয়েছে।

বাংলাদেশের অনেক উদ্যোক্তা এখন উদ্ভাবনী ধারণা, উন্নত প্রযুক্তি, স্মার্ট সাপ্লাই চেইন এবং আন্তর্জাতিক মানের ব্যবসা তৈরি করতে উৎসাহী। তবে বিদেশী বিনিয়োগ তাদের জন্য, যারা ব্যবসা সম্প্রসারণ, নতুন প্রযুক্তিতে প্রবেশাধিকার অর্জন এবং আন্তর্জাতিক বাজার সংযোগ ও বৃহত্তর কার্যক্রমবৃদ্ধির সুযোগ তৈরিতে ভুমিকা রাখতে পারবে।

বিদেশী বিনিয়োগকারীরা বলছেন, তারা বাংলাদেশে প্রবেশ করতে  চান বিশ্বস্ত স্থানীয় অংশিদারের মাধ্যমে, যারা বাজার বোঝেন, নীতি ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত, পরিচালনায় নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক ধরে রাখতে সক্ষম। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা সহযোগী খোঁজার এই প্ল্যাটফর্ম দুই পক্ষকে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ পদ্ধতিতে যুক্ত করে একসাথে এগিয়ে যেতে সহায়তা করবে।

এই প্ল্যাটফর্ম একই সঙ্গে ভবিষ্যতে নতুন ব্যবসায় বিনিয়োগ সহায়তা, স্টার্টআপ সম্প্রসারণ, যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর এবং রপ্তানি ও উৎপাদন সম্প্রসারণের ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরি করবে। এছাড়া বাংলাদেশের অর্থনীতি, উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধিতেও এটি একটি গেম-চেঞ্জিং উদ্যোগ হতে পারে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version